গাজীপুরের শ্রীপুর উপজেলার ১০৯টি প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সম্প্রীতি বিষয়ক কমিটির সমাবেশে অনুদানের চেক বিতরণ করেন গাজীপুর-৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ উপজেলার মসজিদ, মাদ্রাসা ও ৫৭টি পূজা মণ্ডপসহ সামাজিক প্রতিষ্ঠানে এ অনুদানের চেক বিতরণ করেন। এছাড়া উপজেলার ৫৭টি পূজা মণ্ডপে ২৮.৫০ মেট্টিক টন চাল অনুদান দেন।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন বরমী আনোয়ারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আশেকী মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, বিআরডিবির চেয়ারম্যান মো. আমির হামজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ ফরিদ প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার প্রধান, পূজা মণ্ডপের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।