স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ বছর ধরে ঝুলে থাকা দুইবার স্থগিত হওয়া পর ৮ই মার্চ শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন।
সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক শ্রীপুর পৌর এলাকায় প্রবেশ পথে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় শতাধিক তোরণ ও ব্যানার ফেস্টুনে ছড়িয়ে গিয়েছিল পুরো এলাকা জুড়ে, সারা উপজেলাকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে।
সম্মেলনের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান ।
সম্মেলনের শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও গাজীপুর জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব এড. আ.ক.ম মোজ্জামেল হক।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি ,বাংলাদেশ আ’লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, মােঃ ইকবাল হােসেন অপু এম.পি, মােহাম্মদ সাঈদ খোকন,সম্মানিত সদস্য গাজীপুর জেলা আ’লীগ সিমিন হােসেন রিমি এম.পি,গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, পৌর মেয়র আনিসুর রহমান আনিস,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আ.জলিল প্রমুখ।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শ্রীপুরের গ্রীণ ভিউ রিসোর্টে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে হুমায়ুন কবির হিমু এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট হারুন-অর-রশিদ ফরিদের নাম ঘোষণা করা হয়।