গাজীপুরের শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রাদার্স ইলেকট্রনিক্স মিডিয়া নামক দোকানের সামনে থেকে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর।
গতকাল শুক্রবার (২৯ জুলাই) বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, পোড়াবাড়ি ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী জেলার মনোহরদী থানার মৃত নাজিম উদ্দীন আনজুর মেয়ে মাকসুদা বেগম (৩৫), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মৃত লুৎফর রহমানের মেয়ে লাভলী বেগম(২২), এবং একই উপজেলার সানোয়ার হোসেনের মেয়ে লাবনী আক্তার( ১৯)।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম জানান, পলাতক আসামীর সহযোগিতায় মাঝে মাঝে মাদকের বড় চালান ব্রাহ্মনবাড়ীয়া থেকে নিয়ে এসে গাজীপুর সহ আশ পাশের জেলায় সরবরাহ করে থাকে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।