মোঃ জাহাঙ্গীর আলম, শ্রীপুর উপজেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১০০পিস ইয়াবা সহ রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
(২৪’শে ফেব্রুয়ারি ২০২৪) শনিবার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন গাজীপুরের (কালিয়াকৈরে সার্কেল) সহকারী পুলিশ সুপার আজমির হোসেন।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৪৫) শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের শরাফত আলীর ছেলে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত জানান, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরমী এলাকার বরমী-সিংহস্রী আঞ্চলিক সড়কের খলিফা বাড়ির মোড়ে মাদক বিক্রি হচ্ছে, সেখানে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুরের (কালিয়াকৈরে সার্কেল) সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, আটককৃত রফিকুল ইসলামের নামে শ্রীপুর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।