নাদির পারভেজ শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ-জীপুরের শ্রীপুর বাজার বনিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৯ অক্টোবর) সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে। নির্বাচনে শ্রীপুর বাজারের ৩৭২ জন ব্যবসায়ী উৎসবমুখর পরিবেশে ভোট প্রধান করে। এতে ছয়টি পদে মোট ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচনের রিটার্নিং ও কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা বলেন,
নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন, এতে আমানুল ইসলাম আমান (চেয়ার প্রতীক) ১৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক ফারুক (ছাতা) পেয়েছেন ৯২ ভোট ও সফির উদ্দিন (আনারস) পেয়েছেন ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে হারুন অর রশিদ (দেয়াল ঘড়ি) ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী মো. ফজলু (মোরগ) প্রতীক পেয়েছেন ১৩৭ ভোট। এছাড়াও সহসভাপতি জালাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান দিপু, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছে।