গাজীপুর জেলা প্রতিনিধি:
মঙ্গলবার (৭জুন) বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের (ধনুয়া বড়চালা) এলাকায় বিদিশা বিস্কুট কারখানার নির্মাণাধীন ভবনের ছাদধসে ১৫ জন নির্মাণ শ্রমিক আহত ২ জনের অবস্থা আশংকা জনক।
প্রথম দিকে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ভিতরে প্রবেশে বাধাদেওয়া হয়। বেশ কিছুক্ষণ পারে সাংবাদিকদের প্রতিবাদের মুখে প্রবেশে বাধ্য হয়। এর মধ্যে ভেকোদিয়ে পরিস্কারের কাজ প্রায়শেষ করে ফেলে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিয়ে গাজীপুর ইউনিয়নের বড়চালা এলাকার রিদিশা বিস্কুট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় অর্ধশত শ্রমিক ওই নির্মাণাধীন ভবনটির কাজ করছিলো। ঢালাইয়ের কাজ চলার সময় হঠাৎ ভবনের ছাদ ধসে পড়ে। এ সময় ঢালাই কাজে কর্মরত ভবনের ছাদের মধ্যে ও এর পাশে থাকা শ্রমিকরা ঢালাইয়ের মালামাল ও রডের আঘাতে আহত হন।
কারখানার ব্যবস্থাপক ( প্রশাসন ) ফয়সাল আরেফিন বলেন, কী কারণে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়লো তা বুঝতে পারছি না। এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।