শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
ঘোষনা
‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদগঞ্জে দিনব্যাপী সাদাকাহ, কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাগপার দোয়া মাহফিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ভোলায় জলসিঁড়ি সাহিত্য আসরের কার্যনির্বাহী কমিটি গঠিত শাহজাদপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৫ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার বিজয়নগর সিংগারবিল এলাকায় বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় উন্নতমানের সানগ্লাস জব্দ নওগাঁয় ডিবির অভিযানে চার মাদক কারবারি গ্রেপ্তার ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘন্টা পর প্রতিবেশীর ঘর থেকে শিশু সাবা’র লাশ উদ্ধার, প্রতিবেশী শান্তনা আটক গোমস্তাপুরে নিউ রফিক অটো রাইস মিলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। ফতুল্লায় পরকীয়ার জেরে সুমন খলিফা হত্যা : ২৪ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন, স্ত্রীসহ গ্রেফতার ৬ ঝিনাইদহে শিশু নিখোঁজের পর লাশ উদ্ধার, আটক ১ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমিনুল হকের দোয়ানুষ্ঠান ঝিনাইদহের ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী বাগেরহাট থেকে গ্রেফতার ঝিনাইদহের কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিরপুরে যুবদল কর্তৃক দোয়ার আয়োজন আটঘরিয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল্ড কর্মচারীদের কর্মবিরতি পালন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমান–এর শ্বশুর মোঃ ইসমাইল মিয়া গুরুতর অসুস্থ আরএমপি রেশন স্টোরের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ঠিকাদারদের ভোগান্তি, তদন্তের আশ্বাস সোনারগাঁওয়ে এক গরু ব্যবসায়ীর উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলা এবং ৭ লাখ টাকা ছিনতাই

সংগীতের সুমধুর যাদু ও ইতিহাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

আমি মনে করি—গীত, বাদ্য ও নৃত্য এই তিনটির সমন্বয়ে যে ক্রিয়া সৃষ্টি হয়, সেটিই হল সংগীত। সংগীতের সুমধুর সৌন্দর্য্য শ্রতিরস তথা সুরের অনুপম কৌশলে মানুষের হৃদয়ের প্রেম, ভক্তি, বিরহ, আশা, নিরাশা, আনন্দ ও বেদনাকে প্রশমিত করে। এটি অন্তরকে সুপ্রসন্ন, নির্মল ও কলুষমুক্ত করে এবং ব্যক্তির স্বাভাবিক বৈশিষ্ট্যকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা রাখে। এ কারণেই সংগীতকে সর্বশ্রেষ্ঠ বিদ্যা বলা হয়ে থাকে। সুতরাং আমাদের বাল্যকাল থেকেই সংগীত শিক্ষার্জন করা একান্তই প্রয়োজনীয়।

সংগীত মানব সমাজে কিভাবে বিস্তার লাভ করেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে অনেকের মতে, গুণী, ঋষি, আওলিয়া ও দরবেশদের মাধ্যমে সংগীতের উৎপত্তি ঘটেছে। অন্য কেউ মনে করেন, প্রাচীন আর্য্যজাতিরা দেব-দেবীর আরাধনা বা পূজার্চনার সময় বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করত। এভাবেই সংগীতের উদ্ভব ঘটেছে।

মানুষ যখন জীবন শুরু করে, তখন ধীরে ধীরে সভ্যতার আলোক স্পর্শে আসে। একে অপরের ভাবের আদান-প্রদানের জন্য আবেগপ্রবণ সুরের প্রয়োজন হয়। সেই সুরই পরবর্তীতে সংগীতে রূপান্তরিত হয়। সংগীত থেকেই বিভিন্ন রাগের জন্ম—যেমন, রাগ সংগীত। উপমহাদেশের রাগ সংগীত এককভাবে সীমাবদ্ধ নয়; এটি ধ্রুপদ, ধামার, টপ্পা, ঠুমরী, গজল, কাওয়ালী ইত্যাদি একাধিক রূপে প্রকাশিত হয়।

ইতিহাস সাক্ষ্য দেয়, রাগ সংগীতজ্ঞরা তাদের অক্লান্ত সাধনায় রাগ সংগীতকে প্রাচীন পর্ণকুঠির থেকে রাজদরবার পর্যন্ত উন্নীত করেছেন। বিশেষভাবে তানসেন যখন মিঞা কিমল্লার রাগের সুর তুলতেন, সম্রাট আকবর সেই সুর গভীরভাবে শুনতেন। খেয়াল সংগীতের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত আলাউদ্দীন খিলজীর সভাগায়ক হযরত আমীর খসরু। পরে নিয়ামত আলী খাঁ খেয়াল সংগীতের পূর্ণাঙ্গ রূপ দেন। মোঘল সম্রাট মুহম্মদ শাহের দরবারে বীণার সদারঙ্গ ও অদারঙ্গ ব্যবহার করে খেয়াল সংগীত বিশেষ খ্যাতি অর্জন করেছিল।

সংগীত চর্চার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছে—বীণা, সেতার, এসরাজ, বেহালা, তানপুরা ইত্যাদি। আগে হারমোনিয়াম ছিল না; কেবল এই যন্ত্রগুলোর মাধ্যমে সংগীত শিক্ষা নেওয়া যেত। মানুষের চেষ্টায় ১৮৪০ সালে জার্মানির ডি বেইন হারমোনিয়াম আবিষ্কার করেন। বাংলায় এটি “সুরলালিত্য” নামে পরিচিত। হারমোনিয়ামের মাধ্যমে নির্দিষ্ট সুর নির্ভুলভাবে পাওয়া যায়, যা গান গাওয়া বা শিক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়।

বর্তমান যুগে হারমোনিয়ামের পাশাপাশি গীটার, প্যাড, ড্রাম, কী-বোর্ড, তবলাদুগি, নাল, খোল, বাঁশী ইত্যাদি বাদ্যযন্ত্র ছাড়া সংগীত চর্চা অসম্পূর্ণ থেকে যায়।

লেখক:
মোঃ মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ)
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (কেন্দ্র কমিটি)
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991