প্রতিনিধিঃ গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকিও প্রয়াত মুক্তিযোদ্দাদের সম্মাননা ক্রেস প্রদান করা হয়েছে। গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আবদুল ওয়াহাব রিংকুর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশের সুনামধন্য জাতীয় পত্রিকা দৈনিক মাতৃজগত ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মাতৃজগত টিভির চেয়ারম্যান খান সেলিম রহমান।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন -প্রেসক্লাব হলো সংবাদ কর্মীদের আশ্রয়স্থল, সাংবাদিকতা করতে গেলে অনেক সময় মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হয়, তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে সততার সাথে আপনারা সাংবাদিকতা করবেন, কোন সহপাঠী সংবাদকর্মী বিপদে পড়লে ঐক্যবদ্ধ হয়ে পাশে দাঁড়াবেন, নিজেদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করবেন না,নিজের স্বার্থের জন্য ক্লাবের ঐক্য নষ্ট করবেননা, যেই পত্রিকা অথবা মিডিয়ায় কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানের মানক্ষুন্ন হয় সন্মান নষ্ট হবে এমন কোন কাজ না করার জন্য সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন দেলোয়ার সরকার ও মাতৃজগত টিভির পরিচালক মোজাম্মেল হক চৌধুরী শওকত।এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিঃ সহ সভাপতি জসিম, সাধারণ সম্পাদক এস এম রাসেদ,সাংগঠনিক সম্পাদক সোহাগ রহমান,সহ- সাংগঠনিক সম্পাদক কাজি শাকিল,বনভোজন সম্পাদক আঃ রহিম সরকার,আন্তর্জাতিক সম্পাদক নুরুল হক ভূইয়া, ক্রিড়া সম্পাদক বকুল, সমাজ কল্যাণ সম্পাদক নাসির সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রয়াত মুক্তিযোদ্দার সন্তানদের কে ক্রেস প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে
গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকি আনন্দ ঘন পরিবেশে উদযাপন করা হয়।