স্পেশাল করেসপন্ডেন্টঃ
রামগতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসতে দেখা যায় ভোটারদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাদের উপস্থিতি।
বুধবার (২৭জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে বড়খেরী ইউনিয়নে ৯ টা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে।
রামগতির বড়খেরী ৯টি কেন্দ্রে দেখা যায়, সকালের তীব্রতর রোদ উপেক্ষা করে ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনেকেই ভিড় ও ঝামেলা এড়ানোর জন্য সকাল সকাল ভোট দিতে এসেছেন। অনেক ভোটার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোট প্রদান করতে এসেছেন।
এক নারী ভোটার জানান, ইভিএম ভোট দিতে ভালো লাগল। খুব সহজেই ভোট দিতে পারলাম। আশা করি কোন জালিয়াতি হবে না। আমরা শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হোক এটাই চাই।
নতুন ইভিএম ভোট প্রধানে নিজেদের মধ্যে বিশ্বাস নেই বলে এক বৃদ্ধ জানান, আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। মেশিনে কোন সমস্যা হয়নি ভোট দিতে।তবে কি ভোট দিয়েছি তা জানি না আগের ভোট আর এখনকার ভোট অনেক ব্যবধান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী জানান রামগতি ইউপি নির্বাচন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোটকেন্দ্রে গুলোতে অতিরিক্ত প্রশাসন নিয়োগ রয়েছে । এই নির্বাচনে রামগতির বড়খেরী ও চর আবদুল্লাহ ইউপি চেয়ারম্যান পদে ৪ জন এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কয়েকটি ভোটকেন্দ্রে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে বলে বেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে বলে জানান