সখিপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :- ( টাঙ্গাইল )
টাঙ্গাইলের সখিপুর উপজেলার যাদবপুর এলাকা হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ আজ (২৭ অক্টোবর)শুক্রবার সকালে ডিবি(উত্তর) টাঙ্গাইল কর্তৃক সখিপুর উপজেলার যাদবপুর এলাকা থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
সখিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সখিপুর উপজেলার যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম বিট্টুর ছেলে শামিম আল মামুন(২৯)।
সখিপুর থানা পুলিশ জানান, জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) টাঙ্গাইল কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে সখিপুর থানাধীন যাদবপুর এলাকা হতে ১০০পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধারসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩০,০০০টাকা।