সখিপুর উপজেলা ছাত্রলীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা
মো জুয়েল রানা স্টাফ রিপোর্টার ( টাংগাইল )
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের দুইবারের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল (৮)বাসাইল-সখিপুরের বর্তমান সংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরূল ইসলামকে আগামী দ্বাদশ জাতীয় সংসদে পুনরায় মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে ২৮ শে অক্টোবর এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন সখিপুর উপজেলা ছাত্রলীগ।
উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আল মামুন এর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আল মাহমুদ প্রান্ত এর সঞ্চালনায় বিকেল তিন ঘটিকায় আলোচনা সভা শুরু হয় এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম হৃদয়, যুগ্ন আহবায়ক জুয়েল রানা, যুগ্ন আহ্বায়ক আল আমিন আহমেদ সহ প্রত্যেক ইউনিয়নের আহ্বায়ক যুগ্ন আহবায়ক, শহর ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, মজিব কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, সকল ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সন্ধ্যা ৬ ঘটিকায় আলোচনা সভার সমাপ্তি ঘটে
উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আল আমিন আহমেদ প্রস্তাব করেন যে, যেহেতু আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে তাই আগামী নির্বাচনেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
আর সেই লক্ষ্যেই বর্তমান সাংসদ ভিপি জোয়াহেরকে আমাদের বিশেষ প্রয়োজন।
উক্ত প্রস্তাব সখিপুর উপজেলা শহর ছাত্রলীগের সভাপতি রেজভী সিকদার শান্ত এর সমর্থনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং ভিপি জোয়াহেরকে পুনরায় মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়।
আর কোন আলোচনা না থাকায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আল মামুন সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।