সখীপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মোঃ জুয়েল রানা
স্টাফ রিপোর্টার (টাঙ্গাইল)
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামের কাজী সিরাজুল ইসলাম ছেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির (বহিষ্কৃত)ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ( ৬৫)কে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।
শনিবার(২১অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সখীপুরে সীমান্ত এলাকার তক্তাচালা থেকে ঋণের দায়ে করা এক ব্যক্তির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ঢাকায় করা একটি ৩৫লক্ষ অন্যটি ২৫লক্ষ টাকার অর্থ কেলেঙ্কারির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ঐ দুটি মামলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা কাজী আশরাফ সিদ্দিকীর ৬মাস করে সাজা দেওয়া হয়েছিল।