সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি কর্পোরেশন এর নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও ছেলে সাবেক মেয়র
জাহাঙ্গীর আলমের গাড়ি বহরে হামলার ঘটনা জাহাঙ্গীর আলমের সাজানো নাটক
হামলার সুষ্ঠ তদন্ত চেয়ে ঘটনায় জড়িত অপরাধীদের শাস্তির দাবি জানান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার নির্বাচনী প্রচারণা কমিটির গাজীপুর মহানগরের আহবায়ক আতাউল্লাহ মন্ডল।
টঙ্গী প্রেসক্লাবে শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি বলেন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিভিন্ন অপকর্ম, দুর্নীতিসহ দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্ক নেই, ফলে যারা তার সাথে থাকবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
আতাউল্লাহ মন্ডল বলেন, এসকল হামলা জাহাঙ্গীর আলমের ষড়যন্ত্র। মূলত এগুলো সাজানো নাটক, জাহাঙ্গীর আলম একজন অভিনেতা। জাহাঙ্গীর আলম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন বিএনপি-জামাত-যুদ্ধাপরাধীদের বিভিন্ন কমিটিতে অনুপ্রবেশের সুযোগ করে দিয়ে এখন তাদের দিয়েই এসকল নাটক মঞ্চস্থ করছে। তিনি বলেন, আওয়ামী লীগের কেউ হামলার ঘটনার সাথে জড়িত না।সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াছ, মহানগর আওয়ামী লীগ নেতা আনোয়ার শাহাদাৎ ও টঙ্গী প্রেসক্লাবের সভাপতি হায়দার সরকারসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর পাগার এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ঘড়ি মার্কার প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় গাড়ি ভাংচুরসহ কয়েকজন আহত হয়।
এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, তিনি তার মাকে নিয়ে নির্বাচনী প্রচারণাকালে পাগারে ১০/১৫ জনের একটি দল নৌকার স্লোগান দিয়ে লাঠিসটা, ইটপাটকেল দিয়ে তাদের গাড়িবহরে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালায়। হামলার ঘটনায় টঙ্গী পূর্ব থানায় রবিউল ইসলাম ও সুমন খানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা হয়।
জানা যায়, সুমন খান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।