ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা এর নির্দেশনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের আয়োজনে অদ্য ইং ২৮/০৭/২০২২ খ্রিঃ তারিখ, দুপুর ১৩.৩০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার, জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের সভাপতিত্বে সদ্য যোগদানকৃত ২৫জন কনস্টেবল (টিআরসি)’দের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, অত্র ইউনিটে সদ্য নতুন যোগদানকৃত ২৫জন কনস্টেবল (টিআরসি)’দের ০৬দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্স শেষে প্যারেড পরিক্ষা, আইন ও বিধি লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ণ করা হয়। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উল্লিখিত বিষয়ে পরিক্ষার মাধ্যমে মূল্যায়ণ করেন।
পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে সদ্য যোগদানকৃত সকল পুলিশ সদস্যদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে বাস্তব প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখতে উদ্বুদ্ধ করেন। এছাড়া বিভিন্ন ডিউটিতে নিয়োজিত থাকা কালে পেশাদারিত্বের সাথে সতর্কতার সহিত ডিউটি করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকতে এবং পুলিশ বাহিনীর ড্রেসরোল অনুযায়ী পোষাক পরিধান করতে নির্দেশ প্রদান করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাগণদের সহিত যথাযথ সম্মান ও আদবের সাথে চলাফেরা করতে নির্দেশ দেন। এসময় উল্লিখিত বিষয়সমুহের পরিক্ষায় সম্মিলিতভাবে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় স্থান অধিকারীদের অর্থ পুরস্কার প্রদানে ঘোষণা করেন।
উক্ত সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার, জনাব কাজী সাইদুর রহমান, ইনচার্জ-সাবজোন-০১ ভালুকা, পুলিশ পরিদর্শকগণ ও অন্যান্য বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।