গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
চাদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ভুক্তভোগির মায়ের লাশ কবর থেকে তুলে জমি দখল করেছে ভূমিদস্যুরা। এমনই অভিযোগ করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা গাংগাইল ইউনিয়ন এর সুরাশ্রম গ্রামের সন্জু মিয়া। তার কাছে জিজ্ঞাসাবাদ করলে সে বলে আমার কাছে চাদাঁর টাকা চাইলে আমি তা দিতে অস্বীকার করলে আমাকে গাছের সাথে বেধে গত বুধবার ২০/৪/২২ ইং তারিখে আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার সময় আমার মায়ের কবর থেকে লাশ তোলে জমি দখল করার হুকুম দেয় আবু বক্কর। আবু বক্কর এর এমন হুকুমে আঃ কাদির, আলী ওসমান, সুরুজ মিয়া, সাওার মিয়া, জালাল উদ্দিন, রমজান, জাহেদ মিয়া, আক্কাছ,ও কেনু মিয়া সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র সস্ত্র সহ সজিত হয়ে। আমার মায়ের কবর থেকে আমার মায়ের মৃত লাশের অবশিষ্ট হাড়গোড় তুলে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় ও অশ্রাব্য কথাবার্তা বলে আমার মায়ের কবরে থাকা হাড়গোড় তুলে পলিথিনে ভর্তি করে অন্য জায়গায় পুতে রাখে। এমতাবস্থায় আমি ও আমার স্ত্রী সন্তানেরা ডাক চিৎকার করলে। আমার প্রতিবেশীরা আমাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। ঐ সময় পূর্ব পরিকল্পিতভাবে ভূমিদস্যুরা আমার বাড়িতে আসার রাস্তা বা ইউনিয়নের মূল রাস্তা বন্ধ করে রাখে। তার পরও এলাকার মানুষ আমাকে উদ্ধার করার চেষ্টা করলে তারা বাধা দেয় এবং ভয় দেখায়। পরবর্তীতে সাধারণ মানুষ ভয়ে আর আসে নাই। সন্জু মিয়া আরও বলেন দীর্ঘ দিন ধরে তারা আমার কাছে চাদাঁ দাবী করে আসছিল। আমি চাদাঁ না দেওয়ায় কারনেই এমন জঘন্য ঘঠনা ঘটিয়েছে। আমি এর বিচার চাই। এমন ঘৃণিত কাজের প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে সর্বউচ্ছ বিচার দাবি করে।