সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্রের আয়োজনে সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
বীর মুক্তিযোদ্ধা ও সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা মরহুম হেদায়েতুল ইসলাম মিন্টু ও সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সম্মানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্র ও পৌরসভা স্পোর্টিং ক্লাব।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাইটভাঙ্গা ইউনিয়নের নন্দিত চেয়ারম্যান জননেতা লায়ন মিজানুর রহমান মিজান(বিএ)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাষ্টার আবুল হোসেন,সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন বেদন,সন্দ্বীপ পৌরসভার জননন্দিত মেয়র মোক্তাদের মাওলা সেলিম,কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুর রাজি টিটু ও নুরুন্নবী ভুট্টো।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ সারোয়ার শামীম।