মোঃ রেজাউল করিম খান বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান, জাতীয় সংগীত পরিবেশনের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন , কপোতমুক্তি ও বেলুন উড়িয়ে, মশাল পরিভ্রমণ, প্রতিযোগিতাদের কুচকাওয়াজ মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি এবং শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে,
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষাবান্ধব সরকার। তিনিই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন, নতুনপ্রজন্মদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে আধুনিক প্রযুক্তি নির্ভরশীল করেগড়ে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মানে কাজ করে যাচ্ছেন তিনিই বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বলে তুলে দেওয়ায় ব্যবস্থা করেন , উপবৃত্তি দিচ্ছেন সহ অন্যান্য সুযোগ সৃষ্টি করছেন। সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় মনোযোগী হতে হবে ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য সাংস্কৃতিবিদ হতে হবে এবং লালন করে ভালো মানুষ হতে হবে । সবাইকে বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, মাদক রোধে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের সভাপতি, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
স্বাগত বক্তব্যে রাখেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম এবং সঞ্চালনা ও ধারাবর্ণনা করেন , অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক এস.এম.এনামুল কবীর, প্রভাষক সঞ্জিব কুমার কর্মকার, সহকারি শিক্ষক মোঃ কাউছারুল ইসলাম ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সজল, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাহবুবুল আলম, শিক্ষক প্রতিনিধি আরজিনা খাতুন, বিদ্যুৎসাহী সদস্য , সাবেক সহকারি প্রধান শিক্ষক ফরিদা বানু, অভিভাবক সদস্য মোঃ মনিরুল ইসলাম মুকুল প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রভাষক আব্দুল লতিফ, প্রভাষক লুৎফর রহমান, প্রভাষক মোঃ নুর নবী শেখ, প্রভাষক শারমিন বিল্লাহ, প্রভাষক মোসাম্মৎ রবিনা বেগম শিলা, শিরিন খাতুন, জিনিয়া ইসলাম, আতিকুজ্জামান, সিনিয়র শিক্ষক টি.এম.লওহে মাহফুজুর রহমান, এস. এম সাদেক রেজা, অনিল কুমার সরকার, জয়নুল আবেদীন লুৎফুন নেসা ফারজানা খাতুন সুলতানা নাজনীন আফরোজ, ঈমান আলী, সহকারি শিক্ষক মোঃ সাকাওয়াত হোসেন সুমনা খাতুন ফাতেমা খাতুন, ওয়াসিম সেখ, জান্নাতুল ফেরদৌস, কাবেরী সুলতানা জান্নাতুল ফেরদৌস মিশু, সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা -কর্মচারীগণ, অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শনিবার ১৭ ফেব্রুয়ারী-২০২৪ খ্রীঃ সকাল হতে দুপুর পর্যন্ত অভিভাবক দিবস উদযাপন করা হবে বলে জানা যায়।