বাংলাদেশের প্রায় সকল শীর্ষ ব্যান্ড দল নিয়ে আয়োজিত হচ্ছে ২০২২ সালের আপাতদৃষ্টিতে সেরা কনসার্ট ‘মিক্সটেপ ভলিউম ১” শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, হল 2-এ অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত এ কনসার্ট। স্কিটো-এর সহযোগিতায় ঢাকা ব্রডকাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করছে
।
কনসার্টের লাইন-আপে গত দুই দশকের কিছু বিশিষ্ট ব্যান্ড রয়েছে, যেমন আর্ক, আর্টসেল, নেমেসিস, অ্যাশেস, ইন্দালো, কার্নিভাল এবং হাইওয়ে।
উল্লেখ করোনার প্রকোপ কমে যাওয়ায় এখন প্রতিটা কনসার্টে দর্শক উপস্তিতি ৯০ দশকের মতো।
মিক্সটেপ ভলিউম ১” কনসার্টের আয়োজকদের সাথে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন : আমরা সংগীতপ্রেমীদের একটা সুন্দর কনসার্ট উপহার দেওয়ার প্রস্তুতি নিয়েছি। অনেক দিন তো ঢাকায় বড় কোনো কনসার্ট হয় না। ভালো লাইনআপও দর্শক-শ্রোতারা পান না। এই কনসার্টের মাধ্যমে দর্শক-শ্রোতারা দারুণ স্টেজ-শো উপভোগ করতে পারবেন।’