সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

সমাজে সুশিক্ষিত মানুষ অনেক আছে কিন্তু ভাল মানুষের বড়ই অভাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পঠিত

লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ   দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। সার্টিফিকেট অর্জনের চেয়ে আপনার সন্তান মানুষ হলো কিনা সেটি আগে দেখার বিষয়। শিক্ষকদের প্রকৃত সম্মান না দিলে এক সময় কেউ আর শিক্ষকতা পেশায় আসতে চাইবে না। এ কারনে একাডেমীক শিক্ষার সাথে নৈতিক শিক্ষাদেয়া খুবই দরকারী। যদি নৈতিক নাগরিক না পাওয়া যায় তা হলে দেশ এগোবে না।

কথা গুলো বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে সদ্য নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল। তিনি শনিবার (২০জানুয়ারী) সকালে ঝিনাইদহ শহরের শহিদ মসিউর রহমান সড়কে শিশুশিক্ষার জন্য ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান জবেদা খাতুন একাডেমীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল আহসান, সরকারী কেসি কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক,পৌর মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খালেকুজ্জামান।
প্রধান অতিথি বলেন, সমাজে শিক্ষিত মানুষ অনেক আছে কিন্তু ভাল মানুষের বড়ই অভাব। তিনি বলেন,জাহেদী ফাউন্ডেশনের এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) এর আওতায় এ অঞ্চলে মান সম্পন্ন শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে একটি বালিকা বিদ্যালয় একটি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার কার্যক্রম এগিয়ে চলেছে। তিনি এ মহতী উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে পায়রা এবং বেলুন উড়িয়ে জবেদা খাতুন একাডেমীর শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবং শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। উল্লেখ্য এই শিক্ষা কার্যক্রমের সার্বিক ব্যবস্থপনায় রয়েছেন (ইডিপি)র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) রুশো এবং জাহেদী ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর তবিবুর রহমান লাবু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991