
মো: রুবেল মিয়া, সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বড্ডা পাড়া আলামীন দাখিল মাদ্রাসার সামনে গত ৭/১১/২০২৫, শুক্রবার ভোর ৬টার দিকে একটি ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহত অটোরিরিক্সা চালক(৫০)-মো:ইউছুপ অটো রিক্সার যাত্রী মো:মসলিম মিয়া একই এলাকার সদর উপজেলার মজলিসপুর ইউনিয়নের মহিউন্দন গ্রামের বাসিন্দা(০২)জন নিহত হয়েছে। ট্রাকচালককে ট্রাক সহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তবে ট্রাকের হেলপার কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। সরাইল বড্ডাপাড়ার বাসিন্দা মো: আবু কালাম মিয়া (৫৫) জানান, “আমার ৫৫ বছরের জীবনে এমন ভয়াবহ দুর্ঘটনা দেখিনি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সবাইকে হেফাজত রাখেন এবং এমন মর্মান্তিক মৃত্যু যেন কাউকে দেখতে না হয়।” এই কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন। আলামীন দাখিল মাদ্রাসার সামনে উপস্থিত অনেক পথচারী এই দুর্ঘটনা দেখে হতবাক হয়ে যান। সরাইল বড্ডাপাড়ার গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। পথচারী ও এলাকাবাসী প্রশাসনের কাছে এই ঘটনার সুবিচার চেয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।সরাইল থানার ওসি মুরশিদুল আলম চৌধুরী বলেন ট্রাক সহ চালক কে আটক করা হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।