খায়রুল বাশার রাজীব, স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে ডোবা থেকে জহুরা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা পুঠিয়ারপাড় গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে জহুরা বেগম নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করলেও রাতে তার সন্ধান মিলেনি।
পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, রবিবার দুপুরে বাড়ির পাশে ডোবার পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এব্যাপারে পরিবারের কারো অভিযোগ নেই।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে। অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।