মোঃ রেজাউল করিম খান ভ্রাম্যমান প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় শনিবার সকাল ১০ টায় আছিয়া বছির মেডিকেল সেন্টার এ গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসএমসির ব্লু স্টার ডাঃ মোঃ আখতার হোসেন এর আয়োজনে এসএমসির সার্বিক সহযোগিতায় গর্ভবতী মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জেসমিন আরা পারভীন, গাইনি এন্ড অবস চিকিৎসক ও সার্জন। প্রোগ্রাম এক্সিকিউটিভ ফিল্ড অপারেশন মোঃ মাহমুদুল বারী, প্রোগ্রাম অফিসার রজত কান্তি দেবনাথ সহ ডাঃ মোঃ আখতার হোসেন (হিরন)। উক্ত গর্ভবতী মা সমাবেশে সকল মা দের মাঝে বিনামূল্য ইউরিন টেস্ট,চিকিৎসা সেবা সহ গর্ভবতী মায়ের সেবা কার্ড বিতরণ করা হয়েছে।