মোঃ লুৎফর রহমান লিটন,
সিরাজগঞ্জ প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা সলঙ্গা শাখার উদ্যোগে গণঅনশন-গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সলঙ্গা সমাজ কল্যান সমিতির মঞ্চে
মৃত্যুন জয় কুমার দাম এর সভাপতিত্বে
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা শাখার উদ্যোগে এই গণ অনশন-গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তাগন বলেন, একটি স্বাধীন দেশে ধর্মের পরিচয়ে নাগরিকত্ব পরিচয় হয়না। দেশ স্বাধীনের পূর্ব হতে যেভাবে সাম্প্রদায়িক হামলা,নির্যাতন করা হতো ঠিক সেভাবেই দেশ স্বাধীনের পরেও হিন্দুদের উপর নির্যাতন নিপিড়ন করা হচ্ছে। এসব নির্যাতনের কোন বিচার হচ্ছে না। স্বাধীনতা যুদ্ধে সনাতন ধর্মাবলম্বীরাও সম-অংশীদার। সকল ধর্মের লোকই এই রাষ্ট্রের নাগরিক। নাগরিক হিসেবে জান মালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। দেশ উন্নয়নে বাধা সৃষ্টির মূল ভুমিকা হলো সাম্প্রদায়িক হামলা। কিছু কুচক্রী মহল এই পন্থায় দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করছে।
সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষনার দ্রুত বাস্তবায়ন করে কঠোর হস্তে এই কুচক্রী মহলকে চিহ্নিত করে দোষী ব্যক্তিদের আটক করে দ্রুত বিচারকার্য সম্পাদন করার আহবান জানান।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রায়গঞ্জ উপজেলার সভাপতি বাবু প্রবির কুমার সাহা,সধারণ সম্পাদক সুবল কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক গজেন্দ্রনাথ মন্ডল,সলঙ্গা থানা হিন্দু পরিষদের আহবায়ক গৌরাঙ্গ কুমার মহন্ত, সদস্য সচিব সুব্রত কুমার মন্ডল, পরিচালনা করেন পল্লব কুমার দাস, সম্পাদক সলঙ্গা থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সহ প্রমূখ।