
নিজস্ব প্রতিনিধি:
সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে বগুড়া মাঝিরা ক্যন্টনমেন্টের হেলিপ্যাডে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত তিনি এই শুভেচ্ছা জানান।
এসময় সাইদুর রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রা শুরু হয়। নবগঠিত সেনাবাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে দেশকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এজন্য জাতি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
তিনি আরও বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা সবসময়ই উঁচু। সেনাসদস্যরা সেই প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি এরিয়া কমান্ডারকে রাজশাহী প্রেসক্লাবে আগমনের আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে এরিয়া কমান্ডার মহান মুক্তিযুদ্ধে শহীদদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং উপস্থিত মুক্তিযোদ্ধাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন।
সাইদুর রহমান
সভাপতি
রাজশাহী প্রেসক্লাব
০১৭৩৭৬২৪৬৪৩
২১/১১/২০২৫