নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবার আন্তর্জাতিক সম্মাননা পেলেন এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক মো. আব্দুল বাতেন (বাতেন বিপ্লব)।
৩১ মে শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে এ সম্মাননা দেয়া হয়।
ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যটাগরিতে ৪০ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনার পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস. এম. মজিবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম. হারুন-অর-রশিদ, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, ভারতীয় বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তীসহ ভারত ও বাংলাদেশের গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে ডিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড এবং মিনা অ্যাওয়ার্ডসহ পর্যটন ও বন্ধু মিডিয়া ফেলোশিপ অর্জন করেন সাংবাদিক বাতেন বিপ্লব।