চট্টগ্রাম আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির দুই সাংবাদিক হামলার শিকার হন।
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন সিকদার ও ক্যামেরাপার্সন সৈয়দ আসাদুজ্জামান লিমনের উপর আইনজীবীদের হামলার প্রতিবাদে ১৮/০৮/২০২২ইং রোজ বৃহস্পতিবার সিইউজে এর বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
সাংবাদিক ইউনিয়ন এর সদস্যরা বলেছেন, আইন পেশাকে যারা ঢাল হিসেবে ব্যবহার করে, যারা সাংবাদিকের হামলা চালিয়ে আইন পেশাকে কলঙ্কিত করেছে, যারা আমাদের আঁচড় দিয়েছে ,আমরা তাদের শেষ দেখতে চাই ।
যদি আগামী রোববারের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া না হয়, সাংবাদিক ইউনিয়ন আরো কঠোর অবস্থানে যাবে ।
এ সময় সাংবাদিকরা আরো বলেন সারা বাংলাদেশে হত্যা, মামলা ,হামলা ও নির্যাতনের শিকার সাংবাদিকদের সুরক্ষা আইনের ব্যবস্থা ও অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।