আজ (১০জুলাই) বিকাল ৩ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোরের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম (বার), পিপিএম, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত পুলিশ সুপার আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।
পরবর্তীতে নবাগত পুলিশ সুপার তাদের উদ্দেশ্যে বলেন আপনারা হচ্ছেন জাতির বিবেক। আপনাদের লেখনীতেই জাতি সব কিছু জানতে পারে সুতরাং আপনাদের অবশ্যই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচার করতে হবে যার দ্বারা সমাজ উপকৃত হয়।
তিনি আরো বলেন পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে একটা মেলবন্ধন আছে। আমি বিশ্বাস করি অতীতের ন্যায় আগামীতেও এই বন্ধনটি অটুট থাকবে।
নবাগত পুলিশ সুপার বলেন আমি চাকরিটাকে ইবাদত মনে করি সুতরাং আমার উপর অর্পিত দায়িত্ব আমি সব সময় নিরপেক্ষতার সাথে পালন করতে শতভাগ চেষ্টা করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি অবশ্যই ব্যক্তির কৃতকর্মের ফল সে নিজেই ভোগ করবে।
পরিশেষে তিনি যশোরকে নিরাপদ ও মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।