– ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সাবেক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সহ-বার্তা সম্পাদক দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পত্রিকার সম্পাদক আবু ইউসুফ ডিজিটাল নিরাপত্তা সাইবার ক্রাইম মামলায় প্রায় তিন মাস ধরে কেরানীগঞ্জ কারাগারে তার পাশে দাঁড়ায়নি নিজের কর্মরত প্রতিষ্ঠানের কেউ। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি) প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক খান সেলিম রহমান গত (২৩ মার্চ) বৃহস্পতিবার সাংবাদিক আবু ইউসুফ কারাগারে আটক থাকার খবর পেয়ে তার জামিনের সকল দায়িত্ব নিলেন। এ ব্যাপারে সাংবাদিক নেতা খান সেলিম রহমান এর সাথে গণমাধ্যম কর্মীরা মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান সাংবাদিক আবু ইউসুফ আগে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’য় কাজ করতো, এটা মনে করে তার পাশে দাঁড়াচ্ছিনা, তার একটাই পরিচয় সে একজন সাংবাদিক। আমি একটা সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে আমার নৈতিক দায়িত্ব থেকেই তার পাশে দাঁড়িয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় অবৈধভাবে মামলা হামলার শিকার হওয়া সারাদেশের সকল নিরপরাধ সাংবাদিকদের পাশে দাঁড়াতে পারি।