গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান, রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহন শান্তিপূর্ণ হওয়ার পরও কারণ ছাড়াই সিইসির ভোট বন্ধ ঘোষনার প্রতিবাদে সাঘাটা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বোনারপাড়া বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা আঃলীগের সভাপতি এ্যাড. এস,এম সামশীল আরেফীন টিটু, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, উপজেলা আঃলীগ নেতা হায়দার আলী সরকার,সাবেক বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও আঃলীগ নেতা আহসান কবির সহ উপজেলা আঃলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন ।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা দাবি করেন, যেসব কেন্দ্রে ভোট সুষ্ঠু হয়েছে, সেসব কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা করতে হবে। গতকাল সিইসি এ আসনে ভোট বন্ধ করে।
উল্লেখ্য, গাইবান্ধা-৫ (সাঘাটা -ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রতীকে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, স্বতন্ত্র সহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিল । আঃলীগের মনোনীত প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ্বঃ এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি গত ২২ জুলাই মৃত্যুতে এই আসনটি শুণ্য ঘোষনা করে নির্বাচন কমিশন।