স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও জাতীয় দিবস আজ। ৫০ বছর আগে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্থানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা। দিনটি স্বরনীয় করতে যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে সাঘাটা উপজেলায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস জাঁকজমক পুর্ণ ভাবে পালিত হয়েছে।
মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করছে। তোপ ধ্বনীর মধ্যে দিয়ে দিবসের প্রহরে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু মোহাম্মদ সুফিয়ানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার সামছুল আলম, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আজাহার আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাদী, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাহবুবর রহমান মোহাব্বত, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নাছিরুল আলম স্বপন প্রমুখ।
Leave a Reply