হাসান তারেক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন (৩৫) ইয়াবা সম্রাট মোহাম্মদ তারেকের(২৮) নির্মম হামলায় নিহত হয়েছে।আহত হয় আরও দুভাই আনোয়ার হোসেন(৪৫ )আর শাহনেওয়াজ(৪৩)। ২১শে নভেম্বর রাত ১০ টার দিকে সাতকানিয়া মিঠারদিঘীতে এই ঘটনা ঘটে।।নিহতের বড় ভাইদের কে কেরাণীহাট আশ শেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।তারা ছদাহা ৭নং ওয়ার্ডের রোয়াজির পাড়া মৃত মোহাম্মদ ইউনুছের পুত্র।জানা যায় গত রাত নিহতের চাচা নৈশ প্রহরি জনাব আবু তালেব ইয়াবা সম্রাট তারেক ও তার বন্ধুদের ইয়াবা সেবনে বাধা দেয়ায় তাকে মারাত্মকভাবে জখম করে।স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পরে তাকে সাতকানিয়া কেরাণীহাট আশ শেফা হাসপাতালে ভর্তি করা হয়।পরের দিন ভাতিজারা সাতকানিয়া থানায় মামলা রুজু করে।নিহত শাহাদাৎ নিজগ্রামে চায়ের দোকান করত।নিহতের দোকানে গিয়ে মামলা নামিয়ে ফেলার বাকবিতণ্ডার একপর্যায়ে এলোপাতাড়ি চুরি চালাই।তিনি সেখানেই মৃত্যুবরণ করে।নিহতের বড়ভাইরা খবর পাওয়ায় আসাতে তাদের কেউ মারাত্মক জখম করে। খুনি তারেক কে সাতকানিয়া থানা পুলিশ আটক করে ও মামলা রুজু কর আজ সকাল ১০ টার দিকে তাকে আদালতে প্রেরণ করে।