আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরার স্বনামধন্য শিশু বিদ্যাপীঠ মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি-২০২৩ সকাল ০৯ টায় সাতক্ষীরা সরকারি কলেজ চত্ত্বরে স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের প্রধান পোষ্ট মাষ্টার জেনারেল মোহাম্মদ শামসুল আলোম ও ছড়াকার আহমেদ সাব্বির।
অতিথিবৃন্দ স্কুলের শিশুদের নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে ৩৬ টি ইভেন্টে স্কুলের দুই শতাধীক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারী ক্ষুদে ক্রীড়াবীদদেরকে আগামী ১০/০২/২৩ ফেব্রুয়ারি বার্ষিক বনভোজনের দিন আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করা হবে বলে স্কুল কর্তৃপক্ষ অবহিত করেন। এ সময় স্কুলের সকল অভিভাবক উপস্থিত ছিলেন।