আজহারুল ইসলাম সাদী স্টাফ রিপোর্টার:
নবীনদের উদ্যোগে প্রবীনদের সুরক্ষা”শ্লোগানে সাতক্ষীরায় বৃদ্ধাশ্রমে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে আজিজা মান্নান ফাউন্ডেশনের পক্ষে সাতক্ষীরা প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমে কম্বল বিতারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আজিজা মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসান।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, জেলা যুবলীগ নেতা মনোয়ার হোসেন অনু, জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ।
কম্বল বিতারণ শেখে ড. কাজী এরতেজা হাসান সিআইপি বলেন, আজিজা মান্নান ফাউন্ডেশন সব সময় মানুষের পাশে দাড়ান। সমাজে যারা প্রকৃত দাবিদার এবং যাদের দরকার তাদের খোঁজ পাওয়া যায় না। তারপরও আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করি তাদের হাতে সাহায্য পৌঁছে দেয়ার।
তিনি বলেন, আমরা জেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, বস্তি ও টার্মিনালে বসবাস কারী সুবিধাবঞ্চিত লোকজনকে কম্বল পৌঁছে দিচ্ছি।