সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মতিয়ার রহমান (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
তিনি তালা উপজেলার মিঠাবাড়ী গ্রামের বাসিন্দা এবং জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে উক্ত দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভৈরবনগর মোড় থেকে মিঠা বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময সাতক্ষীরা থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপরে পড়ে মারাত্মক জখম হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।