বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

সাতক্ষীরায় সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনায় আটক-১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩১ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি হওয়ার বিশ দিন পর সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কাটিয়ার হাসু বিশ্বাসের ছেলে কুখ্যাত মাদক সম্রাট নাহিদ বিশ্বাস (৪৫)। রোববার দিবাগত রাতে কাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে, চুরি যাওয়া মোটরসাইকেলটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

এর আগে মোটরসাইকেলের মালিক সাংবাদিক আবুল কাসেম গত ০৫ মার্চ অজ্ঞাতদের আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১০/১০০।

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কাটিয়া এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, নাহিদ বিশ্বাস এলাকার মূর্তিমান আতঙ্ক। দুই দশকেরও বেশি সময় ধরে এলাকার একটি পুকুর ঘাটসহ বিভিন্ন গোপন স্থানে গাঁজা,ইয়াবা,ফেন্সিডিল,হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও দলবদ্ধভাবে সেবন করার অভিযোগ রয়েছে নাহিদ ও তার ছেলে নিশানের বিরুদ্ধে। স্থানীয় এক যুবলীগ ও আওয়ামী লীগ নেতার মদদে এলাকায় নারীদের উত্যক্তকরণ,যাকে-তাকে মারধর,বহিরাগতদের নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সোমবার (১০ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই পিংকু মন্ডল জানান, সাংবাদিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে চোর সন্দেহে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য সন্দিগ্ধ আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, শুধু সাংবাদিকের মোটরসাইকেল চুরি নয়, অন্যান্য স্থানেও যে সকল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সে সকল ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, সাংবাদিক আবুল কাসেমের মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার নাহিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
উল্লেখ্য,গত ২১ ফেব্রুয়ারি রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভি, আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরার স্টাফ রিপোর্টার আবুল কাসেমের বাড়ি শহরের কাটিয়ায়। সিঁড়ি ঘরের গ্রিল কেটে ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991