স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা সদরের গোপীনাথপুর ঋশিল্পি এলাকায় বিদ্যুৎস্পর্শে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (০৮ মে) সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা সদরের গোপীনাথপুর (ঋশিল্পি) এলাকায় আব্দুল আওয়াল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সে লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত্যু নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়াল আজ সকাল সাড়ে ৮টার দিকে ঘেরে পানি উত্তোলনের জন্য আব্বাস মিয়ার বাগান বাড়ি সংলগ্ন বাসারের ঘেরের মটর চালু করার সময় বিদ্যুৎ স্পর্শে মারা যান।
স্থানীয় নুরুজ্জামান নুরু জানান, সকালে সে সহ রবিউল ইসলাম ও আওয়াল মাঠে ধান কাটতে যায়। এক পর্যায় তারা ৩ জন বাড়ির পথে আসতে আওয়াল নিজ ঘেরে পানি উত্তোলনের জন্য বাসারের ঘেরে মটর চালু করতে গেলে বিদুৎস্পর্শে তার মৃত্যু হয়।
আওয়ালকে উদ্ধার করে চায়না বাংলা হাসপাতাল (সিবি) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
মৃত্যুকালে আওয়াল আড়াই বছরের কন্যা সন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।