স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শুভ মন্ডল নামের দ্বিতীয় শ্রেনীর এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে, সে উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের বেড়াখালি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে।
শনিবার (০৪ জুন) সকাল সাড়ে ৮ টার সময় স্কুলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে যায়, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
মৃত্যু শুভ মন্ডল স্থানীয় বাঁশদোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।
শিশু শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।