আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার কৃষ্ণনগরে পিকআপ ও বাইসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে লুৎফর রহমান নামে ১ যুবক নিহত হয়েছে। ঘাতক পিক আপটিকে আটক করলেও পুলিশ পৌঁছানোর আগেই চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। নিহত যুবক লুৎফর রহমান (৩০) উত্তর রঘুনাথপুর গ্রামের রফিকুল ইসলাম সরদারের পুত্র।
নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, লুৎফর রহমান গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার দিকে বাই সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো -ন -০০৬৩৩ নং পোল্ট্রি মুরগি ভর্তি একটি পিক আপের ধাক্কায় রক্তাক্ত গুরুতর যখম হয়। ওই সময় স্থানীয়রা প্রথমে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১২ টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করলেও চালককে আটক করতে পারিনি।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জানান, দুর্ঘটনা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পিকআপটি কে জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।