স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার জালালাবাদ গ্রামে
এক স্কল ছাত্রীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ-২০২২) ধান ক্ষেতের নালা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের সোহারাব হোসেনের মেয়ে সুজতি খাতুন।
সুজতি খাতুন কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। নিহত স্কুল ছাত্রীর পিতা সোহারাব হোসেন জানান, রোববার রাত ৮টার দিকে সে নিখোঁজ হয়। তিনি ওই রাতে কলারোয়া থানায় একটি জিডি করেন। আজ সকালে তার মেয়ের লাশ উদ্ধার করেন পুলিশ। তার মেয়েকে কিছুদিন আগে একই গ্রামের রহমান নামের এক যুবক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় তিনি কলারোয়া থানায় রহমানের নামে জিডি করেন। রহমান তার মেয়েকে নানাভাবে উতাক্ত্য করে আসছিল। রাতে মোবাইলে ডেকে নিয়ে তাকে হত্যা করে ফেলে রেখেছে মাঠে।
কলারোয়া থানার ওসি নাছির উদ্দীন মৃধা জানান, মেয়েটিকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তার হাত বেঁধে গালায় উড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে পলিশ কিছু ক্লু উদ্ধার করেছে।