পুলিশের অভিযানে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী দুটি তক্ষক সাপসহ দুজন প্রতারককে আটক করেছে সাতক্ষীরার তালা থানা পুলিশ।
আটকরা হলেন,
তালা উপজেলার দেওয়ানী পাড়া গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে রেজাউল বিশ্বাস (৫০) ও রেজাউল বিশ্বাসের ছেলে জিয়াউর বিশ্বাস (২২)।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে তালা থানা পুলিশ
গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ইউনিয়ানের দেওয়ানী পাড়া এলাকায় দুটি তক্ষক সাপ বিক্রয় করার নামে প্রতারণার ফাঁদ পেতেছে দু,জন ব্যক্তি। এমন সংবাদের পর ওই এলাকায় অভিযান চালায় তালা থানা পুলিশ। এ সময় দুটি তক্ষকসহ বাপ-ছেলে দুইজনকে আটক করে
এসময় প্রতারকদের শাস্তির আওতায় আনার লক্ষ্যে থানায় হাজির হন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরী, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য, ওয়াল্ড লাইফ মিশন তালার সভাপতি সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, ওয়ার্ল্ড লাইফ সেভ কাউন্সিলের সভাপতি সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু,সাংগঠনিক সম্পাদক মো: ফয়সাল হোসেন, ওয়াইল্ডলাইফ মিশনের কোষাধ্যক্ষ শেখ রেদওয়ান উল ইসলাম, সিনিয়র সদস্য সেলিম শেখ, সেভ ওয়াল্ড লাইফ এর সভাপতি মো: ইমরান হোসেন রিপন প্রমুখ।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, দুটি তক্ষক সাপ সহ দুই জনকে আটক করা হয়েছে।