আজহারুল ইসলাম সাদী স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার দেবহাটা উপজেলা সদর ইউনিয়নে এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী আল আমিন হোসেন (১৭) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। নিহত ছাত্র আজিজপুর গ্রামের কবির হোসেনের ছেলে এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ঐ ছাত্রের বসতঘর থেকে উক্ত মরদেহ উদ্ধার হয়।
নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলাহের জের ধরে কয়েকদিন ধরে ঝাঁমেলা চলছিলো। যার ফলে ওই ছাত্র কয়দিন ধরে বাড়ির বাহিরে যাচ্ছিলেন না। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন স্বজনরা।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।