আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
আমজাদ হোসেন (৬০) নামের ধর্ষন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার রাত ৮টার দিকে তাকে খুলনার জেলার কয়রা থানার মহারাজপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমজাদ হোসেন সাতক্ষীরা সদরের দেবনগর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় র্যাব-৬ এর সাতক্ষীরাস্থ কোম্পানী কমান্ডার মেজর গালিব স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। মেজর গালিব জানান, গত ২০ অক্টোবর রাতে আমজাদ হোসেন সাতক্ষীরা জেলার দেবনগর এলাকার এক নাবালিকা কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। এ ব্যাপারে ধর্ষিতা ওই নাবালিকার পিতা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানার মহারাজপুর এলাকায় অভিযন চালিয়ে আমজাদ হোসেন (৬০) নামের ওই ধর্ষককে আটক করা হয়। আটককৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।