আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি, অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরীর পরোলোগমণ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের দিকে সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।
প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরীর পুত্র চন্দন চৌধুরী তার বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন যাবৎ বাবা হার্ট, কিডনিসহ বেশ কিছু রোগে ভুগছিলেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মাসব্যাপী চিকিৎসা শেষে কয়েক দিন পূর্বে তাকে বাড়িতে আনা হয়। বাড়িতেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরীর মৃত্যুর খবরে তার বাড়িতে সহকর্মী সাংবাদিরা ছুটে যান এবং পরিবারকে শান্তনা দেন।
সাংবাদিক সুভাষ চৌধুরী দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অত্যন্ত সুপরিচিত একটি নাম। তার কাছে তথ্য ভান্ডার ছিল, তাকে বলা হতো সাতক্ষীরার ডায়েরী।