সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা বাড়ির গেট ভেঙ্গে ১৪ ভরি সোনার গহনা ও ৭০ হাজার টাকা নিয়ে গেছে।
সোমবার (২৪ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের আব্দুর রশিদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্দুর রশিদ জানান, আজ ভোরে ৭\৮ জন ডাকাত তাদের বাড়িতে আসে। এ সময় বাড়ির সামনের গেট ভেঙ্গে ৫\৬ জন ডাকাত তাদের ঘরে প্রবেশ করে, তাদেরকে অস্ত্রের মুখে জিন্মি করে ১৪ ভরি সোনার গহনা, নগদ ৭০ হাজার টাকা, একটি ক্যামেরা নিয়ে যায়।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, তিনি ঘটনাস্থলে আছেন। ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।