স্টাফ রিপোর্টারঃ
পারিবারিক কোলাহলের জের ধরে সাতক্ষীরার শ্যামনগরে দুই যুবকের আত্নহত্যা।শুক্রবার (০১ এপ্রিল-২০২২) সকাল ১১ টার সময় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী গ্রামের ফেরদাউস সানার ছেলে সোহেল (২০) ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
অপরদিকে ওই ইউনিয়নের ছোটকুপট গ্রামের মিজান মোড়লের ছেলে সজিব (১৯) ১ দুপুর ২ টার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
এঘটনায় পৃথক ভাবে দুজনকেই শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাদের মৃত্যু ঘোষণা করেন।
এব্যপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।