আজহারুল ইসলাম সাদী, স্টার রিপোর্টারঃ
সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নাজমুল হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে দূর্ঘটনার কবলে পড়ে নাজমুল হোসেন নিহত হয়, সে ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
নিহত নাজমুল মাটি বহনকারী ডাম্পারের অনিয়মিত চালক ছিলেন।
মাটি বহনের জন্য সে স্থানীয় বিলে যাওয়ার সময় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, ফলে ডাম্পারটি উল্টে যায় এসময় চালক নাজমুল এর মাথা নরম কাঁদার মধ্যে ঢুকে গেলে স্থানীয়রা প্রায় এক ঘন্টার চেষ্টায় মাটি কেটে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. সানোয়ার হোসেন মাসুম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে।