আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কালিগঞ্জ থেকে ৩’শ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার খারহাট গ্রাম থেকে উক্ত ইয়াবাসহ ওই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ হাফিজুল ইসলাম (২১)। সে কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের গফফার হোসেন গাজীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের জনৈক প্রেম চন্দ্র হালদার এর বাড়ির সামনে রাস্তার উপর উপর কয়েকজন চোরকারবারি মাদক বেচা কেনার জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তি গোয়েন্দা পুলিশের এসআই শিমুল হালদারে নেতৃত্বে এক দল পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে ৩’ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক চোরাকারবারি হাফিজুল ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।