আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ১২৭৫/৯৮ খুলনা) উদ্যোগে মে দিবস পালিত হয়েছে।
বুধবার (পহেলা মে) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার বাঁকালস্থ জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বকুল মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
অতিথি হিসেবে বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রমিক ইউনিয়নটির উপদেষ্টা আ হ ম তারেক উদ্দীন, জেলা শ্রমিক লীগের আহবায়ক সাইফুল করিম সাবু, জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা সভাপতি নূর মোহাম্মদ, সাবেক সভাপতি আজিজুল হক আজিজ, সাবেক সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন।
অতিথি হিসেবে
সংরক্ষিত নারী আসনের এমপি লায়লা পারভীন
সেঁজুতি এমপি বলেন, আমার পিতা শহীদ স ম আলাউদ্দিন আওয়ামী লীগের রাজনীতি করতে এসে তৈরি করেন শ্রমিক লীগের, হন শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তার নেতৃত্বে তৈরি হয় ভোমরা স্থলবন্দর।শুধুমাত্র শ্রমিকদের কথা চিন্তা করেই তার চিন্তার সাথে আমিও আছি আপনাদের সাথে। সুতরাং কোন অপশক্তি দ্বারা জেলার শ্রমিক সংগঠনগুলোকে কোনভাবে কুক্ষিগত করতে দেব না। জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়ন হবে সারাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন। তার জন্য যা যা করা লাগবে সেটা আপনাদের সার্বিক সহযোগিতায় কাজ করবো।ঐক্যবদ্ধ ভাবে সকলকে সাথে নিয়ে সুন্দর একটি
সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত)।
এসময় উপস্থিত ছিলেন বাসসের জেলা প্রতিনিধি মো.দিদারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোছা. মেহেরুন নেছা, এস এম হাবিবুল হাসান, জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মুজিদ, মো. আদম আলী, যুগ্ম-সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ ইয়াছিন আলী জুয়েল, মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো.মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ তাহেজুল হাসান বাবুল, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-প্রচার সম্পাদক মো. সাইফুর ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন সেজি, সহ-দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম,সড়ক সম্পাদক মো. জিয়ারুল ইসলাম,সহ-সড়ক সম্পাদক মো. সাজু গাজী,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ইদ্রিস আলী,শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নুর আলী গাইন নুরু,কার্যকরী সদস্য মো. মহিদুল ইসলাম, এর মো. হজরত আলী, মো. সাইফুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মো. ইব্রাহিম হোসেন এবং মো. ইয়াছিন আলীসহ ইউনিয়নের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মহান মে দিবস উপলক্ষে জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরীর (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) উদ্যোগে সাতক্ষীরা শহরে বর্ণাঢ্য র্যালী বের হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খুলনা রোড মোড়স্থ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের শুভেচ্ছা জানান।
পরে জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়নের প্রয়াত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা আমির হোসাইন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু।