স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে “আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা -২০২২” উপলক্ষে ব্রিফিং প্যারেডে অনুষ্ঠিত হয়েছ।
শনিবার (২৬ মার্চ-২০২২) উক্ত ব্রিফিং প্যারেডে দায়িত্ব প্রাপ্ত সকল অফিসার ফোর্সকে প্রত্যেকটি ইভেন্ট সম্পর্কে অর্পিত দায়িত্ব সমূহ এবং কোন অসাধু দালাল চক্র নিয়োগ কার্যক্রমের সাথে জড়িত হয়ে যাহাতে সাধারণ জনগণকে প্রতারিত করতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান,
অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,
এস এম জামিল আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল এস এম জামিল আহমেদ, ও তালা সার্কেল সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।