আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় এলজিইডি ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা.আফম রুহুল হক এমপি ও এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ্ এমপি।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজা খান, জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজহার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, রামকৃষ্ণ চক্রবর্তী, আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, পত্রিকার সম্পাদক আনহ তারেকউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম ও বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়া এনটিভির সাংবাদিক সুভাষ চৌধুরীসহ দৈনিক কালের চিত্র পত্রিকার সকল স্টাফ, উপজেলা প্রতিনিধি স্থানীয় সংবাদ কর্মিগন ও দৈনিক কালের চিত্র পত্রিকার সকল কলাকৌশলী।
অতিথিরা বলেন দৈনিক কালের চিত্র সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলেই সংবাদ প্রকাশ করে থাকে, এমন তথ্য তুলে ধরে, এখনকার সমাজে প্রিন্ট মিডিয়া টিকিয়ে রাখা নানা কারনে কঠিন হয়ে পড়েছে। এক্ষেত্রে পাঠকরাই পূর্ন সহায়তা করতে পারেন।
স্বপ্নের পদ্মা সেতু আর মাত্র ক’দিন বাদে উদ্বোধন হচ্ছে জানিয়ে বক্তারা বলেন, এটা সরকারের একটা বড় সফলতা, এই সফলতার কথা বারবার তুলে ধরে মানুষকে অনুপ্রানিত করতে হবে।
স্বাগত বক্তব্যে পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, আমরা সমাজের যা কিছু নেতিবাচক তার বিরুদ্ধে দাঁড়িয়ে পাঠকের কথা তুলে ধরতে চাই। অনুষ্ঠানে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়া এনটিভি প্রতিনিধি সাতক্ষীরার প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।